রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালী, শিশু সমাবেশ, কেককাটা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুব আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল নাগ, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম। শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
Leave a Reply