রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদারকে বুধবার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি টিএম আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি গৌরনদী শাখার সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক বিএম ইউনুস আলী, ব্যবসায়ী নান্টু সরদার, নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শেষে অবসর জনিত কারণে প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply