বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সুমন তালুকদার,গৌরনদী প্রতিনিধি॥ প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা ধামাচাঁপা দেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়। পরবর্তীতে ধর্ষণের শিকার কলেজছাত্রীর হাতে জোরপূর্বক টাকা দিয়ে ছবি তুলে আবার্সেই টাকা ফেরত নেয়ার পর এবার থানায় দায়ের করা ওই কলেজছাত্রীর অভিযোগ প্রত্যাহারের জন্য আবারো ধর্ষণসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
এসব ঘটনা বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের। অভিযুক্ত কাওসার হোসেন ওই গ্রামের হাসার সরদারের ছেলে। তিনি স্থানীয় ওষুধ ব্যবসায়ী।
ধর্ষণের শিকার কলেজছাত্রী জানান, আশোকাঠী হাসপাতালের সামনের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে কাওসার হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে তাকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে কয়েকবার ধর্ষণ করেন কাওসার। এরপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি নানা টালবাহানা শুরু করেন।
ভুক্তভোগী আরো জানান, ২৭ জুন তাকে আশোকাঠী হাসপাতালে ডেকে নেন কাওসার। সেখানে স্থানীয় কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে তার হাতে জোরপূর্বক ১৫ হাজার টাকা দিয়ে ছবি তুলে রাখে এবং সেই টাকা ফিরিয়ে নেয়। এসব ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষক কাওসার ও তার সহযোগীরা অভিযোগ প্রত্যাহারের জন্য বারবার চাপ দিতে থাকে। এমনকি আবারো ধর্ষণ ও আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বুধবার সকালে ধর্ষণের শিকার কলেজছাত্রীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply