সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে বরিশালের গৌরনদীতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজিত অবহিতকরণ সভা হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার বিপুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মোঃ আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল।
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার শাখাওয়াত হোসেন, পরীসংখ্যানবীদ নিজামুল ইসলাম, স্বাস্থ্যসহকারী মো. মনিরুজ্জামান প্রমুখ। আগামি ৫ থেকে ২৯ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস পর্যন্ত নিল ক্যাম্পসুল ২৭১৩ জন ও ১ থেকে ৫ বছর ২১ হাজার ৬১৩ জন শিশুকে ক্যাম্পসুল খাওয়ানো হবে।
Leave a Reply