শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে থাকা বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের দুঃস্থ পরিবারদের মাঝে সরকারী ও চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানকালে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, নলচিড়া ইউনিয়নের সাত হাজার পরিবারের মধ্যে রেশন কার্ডের আওতায় চলতি মাসে ১৫৫০ টি পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল, ৩৮২ টি পরিবারকে দুইমাসের ৬০ কেজি ভিজিডির চাল ও ১৫০ জন প্রকৃত জেলে পরিবারদের মাঝে ভিজিএফের ৪০ কেজি চাল ও সরকারী ভাবে ১০০ টি পরিবারকে সরকারী ভাবে চাল, ডালসহ অন্যান্য দ্রব্য বিতরণ করা হয়েছে।
পাশাপাশি ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ৯০জন পরিবারকে আলু, ডাল, পিয়াজ ও তৈল বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ফারিহা তানজিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আরও জানান, অতিদ্রুত ইউনিয়নের বাসিন্দাদের খাদ্য সহায়তার জন্য ইউপি চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারের মুঠোফোন দিয়ে জরুরিভাবে হটলাইন চালু করা হবে। যাতে করে কেউ খাদ্য সংকটে না থাকে।
Leave a Reply