রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর বেকী নগর এলাকায় প্রথম একজন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সুন্দরদী এলাকার বাসিন্দা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমানের স্ত্রী সেনোয়ারা বেগম (৬০)। তিনি উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি পেনশনে যান। সেনোয়ারা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। টরকী বন্দর সংলগ্ন ওই গলির প্রায় ৪০টি বাসা লকডাউন করা হয়েছে। বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান নিশ্চিত করেছেন।
সেনোয়ারার স্বামী জানান, পূর্বে তার স্ত্রী ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত রোববার থেকে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে জ্বর, সর্দি ও শরীর ব্যথা শুরু হয়। তখন উপজেলা হাসপাতালে অবহিত করলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এর পরপরই তার অবস্থার আরো অবনতি হলে পরিবারের সবার সাথে আলাপ করে স্ত্রীকে ঢাকার ল্যাব এইডে নিয়ে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আগের তুলনায় ভালো।
সাবেক এ ব্যাংক কর্মকর্তা আরো জানান, তার স্ত্রী কারো সংস্পর্শে যায়নি। তিনি সারাদিন ঘরের ভিতরই থাকতেন। তারপরও কিভাবে তার পজেটিভ এসেছে তা তার বোধগম্য নয়।
বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, গৌরনদী হাসপাতাল থেকে ওই রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালির ইন্সিটিউট ফর ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়াটিভস এ পাঠানো হলে তা পজেটিভ আসে।
সোমবার সেখান থেকে আমাদের বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন সাব ইন্সপেক্টর খায়রুল ইসলাম এর উপস্থিতিতে টরকী বন্দর বেকিনগরের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয় এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন ও বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহমেদ হারুন, সুজন হাওলাদার, বাপ্পা হাওলাদার, পঙ্কজ কুন্ডু প্রমুখ উপস্থিত থেকে ৪০ টি বাড়ির লকডাউন করা হয়।
Leave a Reply