বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে দায়িত্বপালনের সময় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় আবুল কালাম আজাদ নামে ট্রাফিক পুলিশের এক এটিএসআই (অ্যাসিট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে।
নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলার মধুখালি থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ বিভাগে গত চার বছর ধরে তিনি দায়িত্বপালন করে আসছিলেন।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্ট অফিস রোডে কাভার্ডভ্যানটি উল্টোপথে লিংক রোডের দিকে আসতে চাইলে ট্রাফিক পুলিশের কর্তব্যরত এটিএসআই আবুল কালাম আজাদ এতে বাধা দেন।
এ সময় কাভার্ডভ্যানের চালক সিগন্যাল না মেনে আবুল কালাম আজাদকে চাপা দিয়ে রাস্তায় ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উঠে ঢাকার দিকে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই লিংক রোডের জালকুঁড়ি এলাকায় পুলিশ চেকপোস্টে ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয় বলে জানান ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
Leave a Reply