সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এর মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গলাচিপায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে শুক্রবার থেকে দুই দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সিপিপি’র সহকারি পরিচালক এ.কে.এম মাহতাবুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক খালিদ হোসেন মিলটন, উপজেলার সিপিপি টিম লিডার আবু হেনা শোয়েব ও ইউনিয়ন টিম লিডার মো. দেলোয়ার হোসেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি’র ট্রেইনার কুতুব উদ্দিন তালুকদার। এতে গলাচিপা সদর ইউনিটের প্রায় ৫৩ জন পুরুষ ও নারী সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, সকল প্রকার প্রাকৃতিক, সামাজিক ও মানবসৃষ্ট দূর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে এবং জীবন সম্পদ রক্ষার্থে যে অবদান রাখছে তা আজ বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তিনি মানবতার সেবায় এবং সকল প্রকার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের বিপদ আপদে পাশে থাকার আহ্বান জানান। এছাড়া তিনি ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সফলতা কামনা করে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply