সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা॥গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে ব্যানারসহ এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রাম কৃষ্ণ দাস প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ইউএনও সকলের উদ্দেশ্যে বলেন, পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির ব্যবহার এবং পানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। মানুষের জীবন, কৃষি কাজ ও পারিবারিক সকল কাজে পানির ব্যবহার এবং এর গুরুত্ব মানবজীবনে অপরিসীম। এছাড়া তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও রাসায়নিক ও পারমানবিক প্রতিযোগিতার কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং পানির লবণাক্ততাসহ ভূ-গর্ভস্থ্য পানির স্তর নিচে নেমে যাওয়ায় মানবজীবনের বিরাট প্রতিবন্ধকতা ও রোগজীবানু বৃদ্ধি পাচ্ছে। তিনি নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করণ ও অপচয় দূর করার আবহ্বান জানান।
Leave a Reply