শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি : ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে আওয়ামীলীগের কোন বাধা নাই’ বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাউফলের কেশাবপুর ইউনিয়নের সর্বস্তরের পেশাজীবি মানুষের সাথে মত বিনিময় সভায় কেশাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালেহ উদ্দিন টুকু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন তিনি। এসময় চীপ হুইপ বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে মামলা দিয়েছে দুদক।
১০ বছর বছর মামলার কার্যক্রম চলার পর তাকে সাজা দিয়েছে কোর্ট। এখন সে মুক্তি পাবে কিনা তা ডিসাইড করবে কোর্ট, নির্বাচন করতে পারবে কিনা তা ডিসাইড করবে নির্বাচন কমিশন তাতে আওয়ামীলীগের কোন বাধা নেই। এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল, শেখ হাসিনার বিকল্প নাই, মেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তাই আগমী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানান। মত বিনিময় সভায় চীফ হুইপ কেশাবপুর ইউনিয়নের হোন্ডা, টেস্পু, রিক্সা ভ্যান ও অটোরিক্সা চালক, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, চেয়ারম্যান , ইউপি সদস্য-মহিলা সদস্য, চৌকিদার, দফাদার ,আনসার ভিডিপি সদস্য ,সরকারি -বেসরকারি কর্মকর্তা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, স্কুল , কলেজ , মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যবৃন্দের সুবিধা অসুবিধার কথা শুনে তাদের সমস্যার সমাধান করার জন্য জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস-চেয়ারম্যান ,অত্র ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: আবদুল মোতালেব হাওলাদার। উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুকিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন আর রশিদ খাঁন ও জহির উদ্দিন বাবর, কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, সূর্য্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এস ফয়সাল আহম্মেদ প্রমুখ।
Leave a Reply