বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গৌরনদী উপজেলা প্রশাসনের নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বাজার মনিটরিং করেন।
আজ দুপুরে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বন্দর টরকি বন্দর পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে নির্দেশনা প্রদান করেন। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী আছেন তাদের ঘরে থাকার পরামর্শ দেন।পাশাপাশি চাল ডাল তেল এবং পিয়াজের বাজার সম্পর্কে খোঁজখবর নেন।
এবং প্রত্যেক দোকানের মূল্য তালিকা আছে কিনা সেটা খতিয়ে দেখেন। পাশাপাশি যাদের মূল্য তালিকা আছে সেই সমস্ত মূল্য তালিকার ছবি তাঁর মুঠোফোনে ধারণ করে নিয়ে যান। যাতে করে পরবর্তীতে বাজার মনিটরিং করতে আসলে মূল্য বৃদ্ধি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেন।
এবং যাদের মূল্যতালিকা নেই তাদের প্রত্যেককে মূল্যতালিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এবং ভবিষ্যতে গৌরনদী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান।
Leave a Reply