বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী)।। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. শামীম আল সাইফুল সোহাগ বলেছেন,আমি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর এপিএস ছিলাম। যদি কোন অনৈতিক কর্মকান্ড করতাম তাহলে দুদকের মামলার আসামী হতাম। আমার রাজনৈতিক সুনাম ক্ষুণœ করার জন্য কয়েকটি অনলাইন ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিঁনি বলেন, আমার লিজ করা জমিতে মাছের ঘেরের রাস্তা কেটে নদীতে মাছ নামিয়ে দেওয়া এবং ভূমি অফিস থেকে পাঁচ একর জমির লিজ গায়েব প্রসঙ্গে সংবাদ সম্মেলন করার পর আমার বিরুদ্ধে জোড় করে জমি দখলের অভিযোগ আনা হয়। যা মিথ্যা।
তিঁনি আরও বলেন, আমার বিপক্ষে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এম পি ২৬০/১৭ নং মামলা করলে মামলাটির রায় আমার পক্ষে আসে। কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) সরেজমিন তদন্ত করলে আমার পক্ষে রিপোর্ট প্রদান করে।
সোহাগ বলেন, বর্তমানে দুটি অনলাইনে আমার বিরুদ্ধে ১০-১২টি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয় আমি নাকি ব্যাপক সম্পত্তির মালিক। হেলিকপ্টারে চলাফেরা করি। আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য এ মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে দাবি করে তিঁনি অনুসন্ধান করে সঠিক সংবাদ প্রকাশ করার দাবি করেন।
Leave a Reply