সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া ॥পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ‘কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ ’। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় আরো ১৩টি ক্যাটাগরীতে রেখেছে শ্রেষ্ঠতের নাম।
কেরাত, দেশাত্যবোধক গান, লোক সংগীত, তাৎখনিক অভিনয়, নৃত্য উচ্চাঙ্গ, লোক নৃত্য শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ বি.এন.সি.সি, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ বি.এন.সি.সি গ্রুপ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বি.এন.সি.সি. শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ সি এম সাইফুর রহমান জানান, এটা আমাদের সকল শিক্ষক, কর্মচারী,ছাত্র-ছাত্রীর সম্মিলত কর্মচেষ্টার ফসল।
সভাপতি,গভর্ণরবর্ডি ও সকল শুভাকাঙ্খিদের এ অর্জন আমি উৎসর্গ করলাম।
Leave a Reply