শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: বরিশালের কাজির হাট থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।বৃহস্পতিবার(৭ ডিসেম্বর)গভীর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট নামক এলাকায় এ অগ্নিকান্ড ঘটে।
ক্ষতিগ্রস্থ বিউটি বেগম জানান,দোকানের ভিতর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগে আশ্রয়ন প্রকল্পের১০ টি ঘর পুড়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে একটি দোকানসহ প্রায় ২০ লাখ টাকার অধিক মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে বলেও জানান ক্ষতিগ্রস্ত।
এ ঘটনার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আস্বস্ত করা হয়।
Leave a Reply