বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার ওসি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ পালনে গাফেলতির অভিযোগে রবিবার (২৫অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ পৃথক আদেশ জারী করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার মহিপুর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামের জনৈক আ: রাজ্জাক হাওলাদার একই ইউনিয়নের নজিবপুর গ্রামের জাকির খান সহ তিন জনের বিরুদ্ধে দ:বি: ৩৪১/৩২৩/৩৪২/৩৮৪/৩৭৯ ও ৫০৬(খ) ধারায় বিজ্ঞ আদালতে ৭মে ২০১৮ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বর্নিত অভিযোগের বিষয়ে ওসি মহিপুরকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও ওসি মহিপুর আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত রবিবার মহিপুর ওসিকে শোকজ করেন।
অপরদিকে চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের জনৈক আমির হোসেন গাজী একই গ্রামের রনি তালুকদার সহ ৭ জনের বিরুদ্ধে দ:বি: ১৪৩/৪৪৭/৪২৭/৪৪০/৩৭৯ ও ৫০৬(খ) ধারায় বিজ্ঞ আদালতে ২৩ডিসেম্বর ২০১৯ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বর্নিত অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত রবিবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে শোকজ করেন এবং মামলার তদন্ত প্রতিবেদন সহ তাকে স্বশরীরে আদালতে তলব করেন। আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের পৃথক এ আদেশের সত্যতা স্বীকার করেন।
Leave a Reply