মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী এবং নীলগঞ্জ ইউনিয়নের ১৪৩ হতদরিদ্র পরিবারের মধ্যে বিকল্প জীবিকায়নের জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁসও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা দেয়া হয়েছে।
বেসরকারী উন্নয়নসংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিক হ্রাস প্রকল্পের আওতায় সোমবার সকালে (১মার্চ) উপজেলা পরিষদ চত্বরে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস রাজীব বিশ্বাস এবং মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস প্রমূখ।
প্রত্যেক পরিবারের ১০টি মোট হত দরিদ ১২৩ পরিবারের মধ্যে ১২৩০ টি খাঁকি ক্যাম্বেল-হাঁস প্রদান করা হয়। এছাড়া ও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা হিসাবে ২০ টি পরিবারের মধ্যে মুদি ও চায়ের দোকানের মালামাল তুলে দেওয়া হয়। যার মধো চ াপাতা, চিনি, দুধ, বিস্কেট, চানাচুর, চকলেটসহ অন্যান্ন মালামাল ছিল।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবারের বিকল্প জীবিকায়নের জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়।
Leave a Reply