সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়ন ও চম্পাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগনের স্বার্থে এই এলাকার জনগনের পক্ষে আভাস,পানি জাদুঘর এবংএকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে জলবায়ুপরিবর্তনে ফলস্বরূপ অনাবৃষ্টি,পানির স্তরহ্রাস, লবণাক্ততা এবং তাপমাত্রাবৃদ্ধিও কারনে বিশুদ্ধ পানিরসংকট ও স্বাস্থ্য ঝুঁকিনিরসনের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কলাপাড়া পানিজাদু ঘর, পরিচালনা পরিষদের সদস্য ও লালুয়া ইউনিয়ন সভানেত্রী, গনগবেষনা দল মোসা.হাওয়া বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এসময় উপস্থিত ছিলেন আভাস কর্মকতা মনিরুল ইসলাম, ডালবুগঞ্জ ইউনিয়ন দুর্যোগে জরুরী সাড়া প্রদানকারী নারী দলের নেত্রী,মোসা. মরিয়ম,চম্পাপুর ইউনিয়ন দুর্যোগে জরুরী সাড়া প্রদানকারী নারী দলের নেত্রী অর্চনারানী, ডালবুগঞ্জ তৃনমূল সাংবাদিক দলের খুদে সাংবাদিক সারামনি। সংবাদ সম্মেলনে শেষে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাছে বিভিন্ন দাবি সম্মলিত স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply