সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার নীলগ্ঞ্জ ইউনিয়নের সহ মৎস্য ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান ও সহ মৎস্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ। প্রধান অতিথিও বক্তব্য রাখেন, কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
বিশেষ অতিথিও বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়াউল হক বাবুল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: শাওন, আড়ৎদার প্রতিনিধি ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী, ওয়াল্ড ফিস এর সহকারী গবেষনা কর্মকর্তা সাগরিকা স্মৃতি, ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পর্যায়ে মৎস্য ব্যবস্থাপনা কমিটির জেলে প্রতিনিধি, ইলিশ রক্ষা গার্ড প্রতিনিধি, জেলে মহিলা সঞ্চয় দলের প্রতিনিধি, কোডেক ইকোফিস এর মমিন হোসেন উবাচু। বক্তরা দেশের অবারিত মৎস্য সম্পদ রক্ষা করতে হবে সবাইকে সাথে নিয়ে মিলে মিশে। ইলিশ আমাদের জাতীয় মাছ ।
সরকার ইলিশে কাটা অপসারন কওে চপ ও সুপ তৈরীর মাধ্যমে বিদেশে রপ্তানির জন্য কাজ করছে। তাই ইলিশ মাছ এর বর্তমান উৎপাদন ধরে রেখে সামনে আরও বৃদ্ধি করতে হবে। তা হলে ইলিশ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে গার্মেন্টস শিল্পের মতো বৈদেশিক মুদ্রা আয় করে দেশ উন্নয়ন হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভ’মিকা রাখতে পারবে। ইলিশ মাছ শুধু মানুষের খাবারের জন্য নয়।
জলজ যত প্রানী অন্য মাছ খেয়ে বাচেঁ ও বড় হয় তাদের ও খাবার ইলিশ। কাজেই ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে পারলে নদী ও সাগরে সব মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। সভায় সহায়কের দায়িত্ব পালন করেন কোডেক ইকোফিস প্রকল্পের টেশনিক্যাল কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।
Leave a Reply