বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ কলাপাড়ার ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) টিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রতিবন্ধীবান্ধব ঘর্ণিঝড় প্রস্ততি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকালে পৌরশহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এস এম রাকিবুল আহসান।
এ সভায় টিয়াখালী ইউনিয়ন টিম লীডার এস,এম মোশাররফ হোসেন মিন্টু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিপিপি টিম লীডার মো. মোতালেব হাওলাদার, উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, মহিপুর ইউনিয়ন টিম লীডার মো. সেলিম, পিএসডির ডিভিশনাল কো-অর্ডিনেটর মোমিন খান, দুর্যোগ ঝুকিহ্রাসে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ পুরুস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী প্রমুখ।
ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার আয়োজনে, পার্টনার্স অন হেলথ এন্ড ডেভলপমেন্ট (পিএইচডি’র) সহযোগীতায় প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, মো. শহিদুল ইসলাম তালুকদার এবং মো. সুমন হাওলাদার, হেলথ কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ। প্রশিক্ষণে টিয়াখালী ইউনিয়নের ৯টি ইউনিটে সদ্য যোগদানাকরি ৪৫ জন নারী স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেণ।
Leave a Reply