বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি॥ কলাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজারে মস্তফা মৃধার নেতৃত্বে এ ঘটনা ঘটে।
এতে বাদল হাওলাদার (৫৫) ও তাঁর পুত্র আবু ব্বর উজ্জল (৩৫) আহত হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধানখালী লোন্দা বাজারে মুদি ও সিমেন্ট ব্যসায়ী বাদল হাওলাদার সুদীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। মো: মস্তফা মৃধা তার দোকান থেকে চাউল ও মালামাল নেয়।
তাদের কাছে মালামালের দাম চাইলে দিচ্ছি দিব বলে শুধু ঘুরাতে থাকে। শুক্রবার উল্লেখিত মস্তফা মৃধা ফের দোকানে এসে পুনরায় ৫বস্তা চাউল চাইলে তিনি মস্তফাকে বলেন, আপনি দুই বছর আগে আমার কাছ থেকে যে চাউল ও মালামাল নিয়াছেন সেই টাকা এখনও দেননি এখন আবার ৫বস্তা চাউল কিভাবে দিব।
তাতে মস্তফা মৃধা উত্তেজিত হয়ে বলে লোন্দা বাজারে ব্যবসা করতে হলে মস্তফা মৃধা কে চাঁদা দিতে হবে। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মস্তফা ও তার সাথে থাকা লোকজন বাদল হাওলাদারের উপর হামলা করে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে।
তাঁর ডাক চিৎকার শুনে তাঁর ছেলে আবুবক্কর উজ্জল দৌড়ে আসলে দুলাল মৃধা, আলম গাজী ও রাসেলসহ সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক জখম করে ক্যাশবাক্স্রে থাকা ১ লক্ষ ২০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
পরে স্থানীয়রা তাদের আহত দুজনকেই উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply