বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগমকে দিয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করাবেন।
একারণে মশিউর রহমান শিমুর গঠিত ক্যাডার ভাইয়া বাহিনী চাকামইয়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। যখন তখন ওই বাহিনী রামদা নিয়ে মহড়া দেয়।
সাধারণ মানুষ এ কারণে ভীত-সন্ত্রস্ত রয়েছে। স্লুইস দখল, অটোস্ট্যান্ড দখল ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে এ বাহিনী। এখন এ বাহিনীর কারণে চাকামইয়া ইউনিয়নের সকল মানুষ তটস্থ থাকছে। চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, কালা মিরাজ, মিজান, হাবিব, রিয়াদ, নেসার, বসার, খলিল, জহিরুলসহ ১৫-২০ জনের একটি বাহিনী চাকামইয়া ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। হুমায়ুন কবির কেরামত আরও দাবি করেন, যে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে শিমুর পালিত অটোচালক, ভাড়াটে হোন্ডা চালকদের জড়ো করে মানববন্ধন করানো হয়েছে।
বর্তমানে চাকামইয়া ইউনিয়নের সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে দিতে ভাইয়া বাহিনীর তান্ডব বন্ধে আইনি সহায়তা চেয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান অভিযুক্ত মশিউর রহমান শিমু জানান, নিজের অপকর্ম ঢাকতে তার উপরে মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয়া হচ্ছে। এটি মূল ঘটনা আড়াল করার চেষ্টা। তার কোন বাহিনী নেই।
Leave a Reply