শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সাথে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। রোববার সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয়া হয়েছে।
পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, এ মুহুর্তে এক হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ’, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ’, অন্য একটি ইউনিটের সেবিকাদের জন্য দুইশ’, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ’ বরাদ্দ দেয়া হয়েছে।
তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে। ফলে ইতোমধ্যে নিজস্ব তহবিলে তিনশ’ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে।
এ হাসপাতালে নেই করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব। অপরদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এসএম অজিয়র রহমানের উদ্যোগে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে।
Leave a Reply