মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল জেলায় নিরুত্তাপ উপজেলা নির্বাচনের ভোটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড চেয়ে আবেদন করেছে জেলা প্রশাসন।এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ না থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসন কোনো ঘাটতি রাখতে চায় না।জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনের পাঠানো একটি চিঠিতে বিজিবি ও কোস্টগার্ড চাওয়ার আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চিঠি সূত্রে জানা যায়, ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলো সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিভাগকে সহায়তা করার নিমিত্তে সাত উপজেলায় সাত প্লাটুন বিজিবি ফোর্স মোতায়নসহ অধিক গুরুত্বপূর্ণ উজিরপুর, হিজলা ও বাবুগঞ্জ উপজেলায় অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা প্রয়োজন। এছাড়া হিজলা উপজেলায় ১ প্লাটুন কোস্টগার্ড মোতায়ন করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বরিশালের উপজেলা নির্বাচন উপলক্ষে ১০ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন কোস্টগার্ডের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
এদিকে উপজেলাগুলো থেকে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটাররা প্রার্থীদেরকে ঠিকমতো চেনে না। প্রচার-প্রচারণাতেও তেমন জোয়ার নেই। যে কারণে ভোটারদের মধ্যে আগ্রহ কম বলে জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
Leave a Reply