রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
অারিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশাল-৩আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান বলেছেন, ‘বাবুগঞ্জ-মুরাদীর উন্নয়নের স্বার্থে (ট্রাক) প্রতিকে ভোট দিন। এই আসনের বর্তমান সংসদ সদস্য ৫টি বছর দেখেছেন। সাবেক সাংসদকেও দেখেছেন। তাদের আমলে এই এলাকায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বিএনপি’র প্রার্থী সুপ্রিম কোর্ট বার এ্যাসেসিয়েশন সভাপতি। গত দশ বছর তাকে এই এলাকার মানুষ দেখেনি। তিনি এমপি হলে মামলা মকাদ্দমা নিয়ে কোর্টে পরে থাকবে। ভেবে দেখবেন কে ভোট পাওয়ার যোগ্য ।
আপনার শুধু প্রতিক দেখে নয় সাথে প্রার্থীদের দিকটাও ভাবুন। আসুন বিগত দিনের ভূল সুধরে ট্রাক প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের সহযোগী হই’। মঙ্গলবার সন্ধায় বাবুগঞ্জের রাজকর সিকদার বাড়ি সরদারের সভাপতিত্বে ও কিসমত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরো বলেন, তরুনরাই পারে সমাজ পরিবর্তন করতে।আমি তরুনদেও নিয়ে আগামির দিন গুলোতে এগিয়ে যেতে চাই। এসময় আরো বক্তব্য রাখেন, মোঃ ইকবাল খান,মামুন খান,স্বপন খান প্রমুখ।
Leave a Reply