বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে কঁচা নদীর ওপরে নির্মাণাধীন সেতুর দুটি গার্ডার ভেঙে পড়ার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট বিভাগের কেউ পরিদর্শন করেননি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় কেউ ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। তবে, তারা শিগগির ঘটনাস্থল পরিদর্শন করবেন।
এদিকে এ দুর্ঘটনায় আহত শ্রমিক বাবু ইসলাম রোববার ভোর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত বাবু রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টুকুরয়া গ্রামের বাসিন্দা। বাবু ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শনিবার সকালে এ ঘটনা ঘটে। ওই দিন বিকেলে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এ বিষয়ে নিহতের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্ঘটনার বিষয়ে বরিশাল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন বলেন, ‘শনিবার (১৪ আগস্ট) উপজেলার সাতলা এলাকার চৌমুহনীতে এ ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল একটি স্থানীয় প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি আমাদের না জানিয়ে লিফটিং, শিফটিং করছিল। কোনো কারণে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে স্লিপ করে ৪৫ মিটার ২টি গার্ডার নদীতে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘নির্মাণ কাজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী (এসও) করোনায় আক্রান্ত। এ কারণে তিনি সেখানে যাওয়া বা খোঁজ খবর রাখতে পারেননি। চুক্তি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে, এ কারণে হয়তো আরও কিছু সময় লাগবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, এই দুর্ঘটনা একবারে অস্বাভাবিক নয়। তবে, মৃত্যুর বিষয়টি অবশ্যই দুঃখজনক। এ ঘটনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঠিকাদারি কোম্পানি ওটিবিএলের এমডি নজরুল ইসলাম বাদল বলেন, ‘লিফটিং ও শিফটিংয়ের কাজ স্থানীয়ভাবে আরেকটি সংস্থা সাব কন্ট্রাক্ট এর মাধ্যমে করছিল। নিয়ম অনুসারে গার্ডার টেনশনের সময় কর্মকর্তারা ছিল, লিফটিং ও শিফটিং রেগুলার কাজ বিধায় কেউ ছিল না। এটি একটি দুর্ঘটনা। তিনি বলেন, ‘দুর্ঘটনা কীভাবে ঘটবে সেটা কেউ বলতে পারে না।’
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তদন্ত কমিটির প্রধান মো. নূরুল হুদা বলেন, ‘শিগগির ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে ‘ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে এটি একটি ওয়ার্কিং ফল্ট।’
জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কঁচা নদীর ওপর ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply