শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদী থেকে বানরীপাড়ার নিখোঁজ ব্যবসায়ী মিল্টন হাওলাদারের লাশ উদ্ধার করেছে উজিরপুর থানা পুলিশ । আজ মঙ্গলবার(২৪ মার্চ) সকাল ১১ টার দিকে স্থানীয়রা সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে উজিরপুর মডেল থানায় খবর দেন । খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উজিরপুর মডেল থানার এসআই মানিক জানান, স্থানীয়দের খবরে সকাল ১১ টার দিকে লাশটি দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয়।
আমরা লাশটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। নিখোজ হওয়া ব্যবসায়ী মিল্টন হাওলাদার বানারীপাড়া উপজেলার নিহত ব্যবসায়ী বানারীপাড়া উপজেলার চাইলতাবাড়ী গ্রামের মৃত্যু হারুন হাওলাদারের পুত্র। নিখোঁজ হওয়া মিল্টনের স্বজনরা জানান গত ২২ মার্চ শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। উজিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply