শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফেন্সিডিলসহ রিয়াজ উদ্দিন মিলন নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতির ভবনে পাশে একটি ‘ল’ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা জজ কোর্টের অভ্যন্তরে আইনজীবী সমিতির ভবনের পাশে অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারে তল্লাশি চালানো হয়। এসময় ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির সতত্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহান জানান, ফেন্সিডিল ক্রয় বিক্রিতে জড়িত থাকার বিষয়টি আইনজীবী স্বীকার করেছেন।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। একই স্থান থেকে ২০১৫ সালে ৩৯ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করেছিল ডিবি পুলিশ। কিন্তু সেই সময় আইনজীবী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
Leave a Reply