রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে নারীসহ তিনজন কীটনাশক পান করেছেন। তবে এর মধ্যে মারা গেছেন একজন। মৃতের নাম সজিব হাওলাদার। তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকেলে ঘরে থাকা কীটনাশক পান করেন সজিব। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় সজিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই রাতে তিনি মারা যান।
অপরদিকে, একই কারণে শুক্রবার রাত ১০টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার। পরে মুমূর্ষু অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া একইদিন কীটনাশক পান করেন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল। তিনিও পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply