বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ আগৈলঝাড়ায় ইয়াবা নিয়ে কোচিং শিক্ষকসহ দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার গৈলা বাজারের পূর্ব পাশে আঃ রহমান খলিফার নির্মানাধীন ভবনের সামনের রাস্তায় অভিযান চালানো হয়।
অভিযানে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুলের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম বেপারীর ছেলে কোচিং শিক্ষক সোলায়মান হোসেন (৩৮)কে ৫৫ পিচ ও উত্তর শিহিপাশা গ্রামের আঃ রব ভূইয়ার ছেলে ফিরোজ হোসেন সোহাগ ভূইয়া (৪০)কে ৬৫পিচ ইয়াবাসহ এসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছে।
১২০পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়িকে আটকের ঘটনায় রবিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, যার নং-৪। গ্রেফতারকৃত দুই জনকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভয়েস অব বরিশাল/ এইচ,এম হেলাল
Leave a Reply