শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর ছবি থেকে মাথা কেটে নগ্ন ছবি তৈরি করার অভিযোগ উঠেছে সহপাঠী এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনা যানাযানি হওয়ার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই স্কুল ছাত্রী। পরিবারের আশংকা ছাত্রী আত্মহত্যা করতে পারে। গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন আলম টেনু মিমাংশার জন্য সালিশ বৈঠকে বসে কোন সমাধান হয়নি।
ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী (১৬) এর ছবি তোলে একই ইউনিয়নের থানেস্বরকাঠী গ্রামের উত্তম জয়ধরের ছেলে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র অভিষেক জয়ধর (১৭)। ওই স্কুল ছাত্রীর ছবির মাথা কেটে এডিট করে নগ্ন ছবি তৈরি করে সেই ছবি বন্ধুদের মোবাইল ফোনে ছড়িয়েদেয় অভিষেক জয়ধর। ঘটনাটি যানাযানির পর থেকে ওই স্কুল ছাত্রী মানসিক ভাবে ভেঙে পড়ে এবং লজ্জায় স্কুলে যাওয়া ও পড়ালেখা বন্ধ করে দিয়েছে। ওই ছাত্রী যাতে কোন প্রকার দূর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য তাকে পাহারায় রাখছে তার পরিবারের লোকজন। ওই ছাত্রর পরিবার প্রভাবশালি হওয়াতে এ ঘটনাটি ধামাচাপা দিতে ময়িয়া হয়ে উঠেছে একটি মহল।
গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন আলম টেনু ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংশার জন্য সালিশ বৈঠকে বসে। ওই সালিশ বৈঠকে স্কুল ছাত্রীর ছবির মাথা কেটে এডিট করে নগ্ন ছবি তৈরি করার সাথে আরো দুই জনের সম্পৃক্তার কথা জানায় অভিযুক্ত অভিষেক জয়ধর। কিন্তু ওই সালিশ বৈঠকে কোন সমাধাণ হয়নি বলে জানাগেছে। ছাত্রীর চাচা সাংবাদিকদের জানায়, আমার ভাইয়ের মেয়ে মোহনকাঠী স্কুল এন্ড কলেজের ছাত্রী। তার ছবির মাথা কেটে নগ্ন ছবির উপরে বসিয়ে নগ্ন ছবি তৈরি করে বন্ধুদের মোবাইলে ছড়িয়ে দেয়।
এব্যপারে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন আলম টেনু ঘটনার সত্যতা স্বিকার করে বলেন আমার মিমাংশার জন্য ১৩ সেপ্টেম্ব বসছিলাম সুরাহা হয়নি, (আজ) ১৪সেপ্টেম্ব বিকালে আবার বসবো। এ ব্যপারে মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষর সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,থানায় কোন অভিযোগ করে নাই।
Leave a Reply