বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি পালন করেছে বাবুগঞ্জ আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন দলীয় নেতৃবৃন্দ নিয়ে পুম্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগ কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়।
আ’লীগের সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদারের সভাপতিত্বে ও গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রাজা, আঃ মতিন রাঢ়ী, যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল চিশতির , যুগ্ম সম্পাদক খন্দকার কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, মহিলা লীগের সভাপতি সেতারা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিকদার, সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, আবুল কালাম কলেজ শাখার ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস অপু, ওবায়দুল হক জুয়েল, মুরাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে প্রেরনা সৃষ্টিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৯ মিনিটের অবিনাশী কথামালার ভাষনটি বাঙ্গালি জাতির মুক্তির দলিল। ৭ই মার্চ বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালি জাতি উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে”।
Leave a Reply