রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::নতুন কারিকুলাম বাতিল করে আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রনয়নসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়াল অর্গানাইজেশন। বুধবার সকাল ১০টায় নগরীর শের-ই বাংলা মেডিকেলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থীরা জানান, ২০১৯ সালে যে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে তা যুগোপযোগী নয়। তাই তা বাতিল করে আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়নের দাবি জানানো হয়।
এছাড়া নার্সিংয়ে প্রফেশনাল বিসিএস চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে কারিগরি নার্সিং কোর্স বন্ধ করারও দাবি জানান তারা।বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়াল অর্গানাইজেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, অপু রায়হান খান, রিজন রায় প্রমুখ।
Leave a Reply