বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকাসহ দুইজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।
তিনি জানান, ভোলা থেকে চিংড়ির রেনু পোনা ও জাটকা শরীয়তপুরে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় নৌকা থেকে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম দুইজনকে এই কারাদন্ড দেন।দন্ডপ্রাপ্তরা হলেন-ভোলার পূর্ব ইলিশা এলাকার কামাল হোসেন (৪০)ও স্বপন চন্দ্র তালুকদার (৪০)। আটক আরেকজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply