বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ছেলেধরা, গুজব ও গণপিটুনির বিরুদ্ধে গণসচেতনতা সভা। ২৯ জুলাই সোমবার বিকেল সোয়া ৫ টায়, হিজলা থানার সামনে থেকে একটি র্্যালী বের হয়। র্্যালীটি খুন্না বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে খুন্না দক্ষিণ বাজারের স্টলের সামনে এসে শেষ হয়।
হিজলা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) অসিম কুমার সিকদার এর সভাপতিত্বে খুন্না দক্ষিণ বাজারে গুজবের বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান (রিপন), উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গণমাধ্যমে কর্মিগণ,খুন্না বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি সহ এলাকার সাধারণ জনগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ছেলে ধরা’ বিষয়টি সম্পূর্ণরুপে একটি গুজব। এ ধরনের গুজবে কান দিবেন না। গুজব ও গণপিটুনির মত গর্হিত কাজকে প্রতিহত করুন। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন।কাউকে ‘ছেলেধরা’ বলে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করুন। প্রয়োজনে আপনারা ৯৯৯ কল দিয়ে জরুরী সাহায্য নিতে পারেন।
Leave a Reply