মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রুহুতপুর এলাকায় বাকেরগঞ্জ-লেবুখালী সড়ক থেকে লাশ উদ্ধার করে পুলিশ।বাকেরগঞ্জ পুলিশ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সংবলিত পোস্ট তুলে ধরেছে। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বরটিও দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ব্যক্তির লাশটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে একজন থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানিয়েছেন, ভোরে একটি মাহেন্দ্রা ৩ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি কুকুর দৌড় দিলে মাহেদ্রাটি সাথে ধাক্কা খায়। তখন গাড়ি থেকে পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় নিশ্চিত হতে দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply