বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গুড়ায় স্মার্টফোন কিনে না দেয়ায় নওমী পারভীন (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (২৪ জুন) ভোররাতে শহরের ধাওয়াপাড়া (নাটাইপাড়া) এলাকায় নিজ বাড়িতে ওই স্কুলছাত্রী গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মরদেহটি সুরতহালে আত্মহত্যার সব আলামত পাওয়া গেছে। মেয়েটির বাবা প্রবাসে থাকেন। তার মা ও চাচাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মেয়েটি ধাওয়াপাড়ায় মা ও চাচাদের সঙ্গে থাকতো।
দীর্ঘদিন ধরে সে একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য বায়না করে আসছিল। সর্বশেষ পরিবার থেকে তাকে ঈদুল ফিতরের পর মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত দেয়া দেয়নি। এ কারণে সে মায়ের ওপর অভিমান করে ঘরের চালার বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কারও অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।
Leave a Reply