বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ স্ত্রী এবং ১৪ বছর বয়সী শিশুপুত্রকে রুপসা সেতুর উপর থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যার দায়ে অন্তর হোসেন রমজান নামে এক গৃহকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসিউর রহমান চৌধরী বুধবার বিকালে এ রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৭ সালের ২৭ জুন রাতে স্ত্রীকে বরিশাল যাওয়ার কথা বলে রুপসা নদীর উপর খান জাহান আলী সেতুর উপর নিয়ে এসে রাত নয়টার দিকে স্ত্রী ও পুত্রকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত জনতা এ সময় অন্তর হোসেন রমজানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ নদী হতে নিহত স্ত্রী তৈয়েবা খাতুন এবং শিশুপুত্র আব্দুর রহিমের লাশ উদ্ধার করে।নিহত তৈয়েবা খাতুনের মা রশিদা বেগম বাদী হয়ে রুপসা থানায় মামলা করেন।
Leave a Reply