শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:ঈদে যেসব ছবি মুক্তি পায় সেগুলো টেনেটুনে দুই থেকে তিন সপ্তাহ চলে, বড়জোড় চার সপ্তাহও চলে। অবশ্য শাকিব খানের ছবি হলে ভিন্ন ব্যাপার! কিন্তু দেশের বিলাসবহুল সিনেমা হল রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে দেশের ছবি একাধিক সপ্তাহ চলতে দেখা যায় কম।
তবে এবার ঘটেছে ব্যতিক্রম। সিয়াম-পূজা চেরি অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ গেল ঈদুল ফিতিরে মুক্তি পায়। এরপর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে যথাক্রমে ১১ ও ১০ সপ্তাহ চলছে। ঢালিউডে ঈদের ছবি হিসেবে ওই দুই সিনেমা হলের ইতিহাসে এটি রেকর্ড!
এর আগে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ স্টার সিনেপ্লেক্সে চলেছিল টানা ২৪ সপ্তাহ। দীপঙ্কর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ স্টার সিনেপ্লেক্সে একটানা ১১ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল। তবে ওই দুটি ছবির মুক্তির সময় ঈদ মৌসুম ছিল না। এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ কিংবা ‘আয়নাবাজি’ ছবির মুক্তির সময় ঈদ ছিল না। ঈদ ছাড়াই ছবিগুলো চলেছিল। কিন্তু ‘পোড়ামন ২’ ঈদে মুক্তি পাওয়া ছবি। আগামীকাল একটানা ১১ সপ্তাহ যাচ্ছে। বাংলা ছবির মধ্যে ‘পোড়ামন ২’-ই প্রথম ঈদের ছবি যেটা সিনেপ্লেক্সে টানা এতদিন চলছে।
স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা বলেন, ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’র মতো ‘পোড়ামন ২’ দুই ঈদের মাঝামাঝি সময়ে ভালো চলছে। এ ছবি দর্শক দেখছে। এমনকি এবার ঈদেও সিনেপ্লেক্সে চলছে ‘পোড়ামন ২’।
শুধু স্টার সিনেপ্লেক্স নয়, খোঁজ নিয়ে জানা গেছে নগরীর ব্লকবাস্টারে টানা ঈদের ছবি হিসেবে টানা ১০ সপ্তাহ চলেছে ‘পোড়ামন ২’। গেল ঈদে মুক্তির পর থেকে এই ঈদ পর্যন্ত ব্লকবাস্টারে চলেছে ছবিটি। বিষয়টি জানিয়েছেন ব্লকবাস্টারের ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার।
তিনি বলেন, টানা ১০ সপ্তাহ পোড়ামন ২ চালিয়ে কর্তৃপক্ষ খুশি। এতদিন কোনো ঈদের ছবি এর আগে এখানে প্রদর্শিত হয়নি। এবার ঈদে ব্লক বাস্টারে পোড়ামন ২ নামিয়ে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ প্রদর্শন করা হচ্ছে।
‘পোড়ামন ২’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, জাজের নির্মিত ছবিগুলো মধ্যে ‘পোড়ামন ২’-ই একমাত্র ছবি যেটা ঈদের সময় স্টার সিনেপ্লেক্স ও ব্লক বাস্টারের মতো প্রেক্ষাগৃহে এতদিন চলছে। এটা বাংলা ছবির জন্য নতুন রেকর্ড।
Leave a Reply