শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না মেসির
বিসিবি সভাপতির অনুমোদনের পর ৬ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে ক্রিকেটার সাব্বির রহমানের। এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী, নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিসিবির শৃঙ্খলা কমিটির সুপারিশের পর, দরকার ছিলো বোর্ড সভাপতির অনুমোদন। টেনিস তারকা সানিয়া মির্জাকে উতক্ত্য করার সঙ্গে সম্প্রতি নানা নেতিবাচক কাণ্ডের জন্ম দেয়া সাব্বিরের শাস্তি কার্যকর হওয়াটাও ছিলো সময়ের ব্যাপার। অনুশীলনেও ছিলেন না সাব্বির রহমান। এবার বিসিবি প্রধান নির্বাহী জানিয়ে দিলেন, সভাপতির অনুমোদনের পর নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে সাব্বিরের।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সাব্বিরের শাস্তি প্রসঙ্গে শৃঙ্খলা কমিটির যে সুপারিশ করেছিলো তাতে সভাপতি সম্মতি দিয়েছেন। ১ সেপ্টেম্বর থেকে তার এই শাস্তি কার্যকর হবে।’
এর আগে গত শনিবার বিকেলে বিসিবির শৃঙ্খলা কমিটি সাব্বিরের ৬ মাসের নিষেধাজ্ঞা নির্ধারণ করে বিসিবি সভাপতির কাছে পাঠায় তা অনুমতির জন্য।
নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলের আসন্ন এশিয়া কাপের দলে রাখা হয়নি তাকে। এর আগে দর্শক পিটিয়ে জরিমানার সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাব্বির।
Leave a Reply