শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি ঃ
মানবাধিকার ও সাংবাদিক সুমন খানের, ছেলে মোঃ তাছিন আহমেদ( শুভ খান) ও শুভ জন্নদিন পালন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ৮টায় সময় তার নিজ বাসায়,৫ বছর পরিপূর্ণ তম জন্নদিন কেক কেটে পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে কেক কাটার সাথে তাছিন খানের, বাবা সাংবাদিক সানী আহমেদ( সুমন খান,) দৈনিক বাংলাদেশ বানী, পএিকায়, রিপোর্টার, জাতীয় দৈনিক প্রভাতী খবর, দৈনিক মানবাধিকার প্রতিদিন, সহ একাদিক অনলাইন পোর্টালের সদস্য তাছিন মঙ্গল কামনা জন্য তার দাদা আব্বাস খান, দাদী ও চাচা মোঃসুজন খান, তার ফুফী মোসাং আছমা খান। নানা মোঃ সালাম হাওলাদার, নানী ও মামা,রাকিব, রাহাত, খালা তানিয়া ।তাছিন খান তার মা, মানবাধিকার নেতী ও শিক্ষিকা,সুটিয়াকাঠী গাউছ স্কুল।
মোসাং সনিয়া অাক্তার (সুমী) শিক্ষিকা নারগিছ জাহান, অনুষ্ঠানে তাছিন খান তার মঙ্গল কামনার করি।আরো উপচ্ছিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরী জীবী, ও স্কুলের ছাএ ছাএী। কোচিকাঁচা ছেলে মেয়ে।আরো উপচ্ছিত ছিলেন স্বরুপকাঠীর কৃষি ব্যাংকের অফিসার রাকেশ, ও আশা ব্যাংকের ম্যানেজার, লতা রানী তার ছেলে রাজ, মেয়ে পূজা রানী,আরো ছিলেন সুটিয়াকাঠীর গাউছ স্কুলের শিক্ষিতী রা,উপস্ততি ছিলেন।
স্বরুপকাঠীর উপজেলা ছাএ লীগের সদস্য মোঃ নিয়াজ মোরশেদ তালুকদার, তার আদরের ছোট বোন রুপান্তী তালুকদার।মিয়ার হাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহাগ ও তার পরিবার গন, দোলা, সুবনা, তার মা অন্যনাম জানা ছোট বড়।আছাদ মাহামুদ, শিহাব, রুবেল, হাসান, মুজিবুর রহমান, আরিফ।তাছিন খানের জন্য সকল আপন জন অত্বস্বজন রা দোয়া ও কামনা করে। আজ মুসমান হিসাবে জন্নগ্রহন করার ভালে প্রতিটি মানুষের মনের মত হয় জেন।
বড় হয়ে মা,বাবা সকল স্বজনের কাছে আল্লাহ মেহেরবানীতে মানুষের সেবায় নিওজিত থাকবে পারে। তাই দোয়া রইল সবাই সবার প্রতি শ্রদ্ধেয় সাথে বিনিও সাথে।উক্ত অনুষ্ঠিত হয় সকলের মনের মত, কেউ বা কেক কেটে কেউ কার মুখে তুলে দেও আর কেউ বা গানের সাথে, আর বা নাচের তালে আনান্দ সাথে।এক প্ররোজায় প্রতিটি হাতে হাতে এক, একটি করে কেক।তার সাথে সাথে হাতে হাতে পেলেটের থালা ভরতি করে মনের স্বাদ ভিরানী। সবার স্বাদ টা জেন নাকি রাজোকিয় খাবার কেউ বা বলে এই প্রথম আমার খাবার স্বাদ। হাজার বছর বেঁচে থাক বাবা দোয়া করি আর্শিদবাদ করি।আল্লাহ রহমাতে তোমার মঙ্গল কামনা করি।
Leave a Reply