শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি: বরিশাল বিভাগে মাদক উদ্ধারে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে ভোলা। এর মাধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোহাইমিনুল ইসলাম। গত রোববার পুলিশের বরিশাল রেঞ্জ অফিস কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এ ঘোষণা দেয়।
এ সময় তিনি ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন ও বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোহাইমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে পুলিশের বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. মোকতার হোসেন ভোলার সকল পুলিশ সদস্য ও সাধারণ জনগণের পক্ষ থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি মনে করি পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মাদক নির্মূলে একত্রে কাজ করলে ভোলা জেলা একসময় মাদকমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Leave a Reply