শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ সরকারের উন্নয়নমূলক কাজ সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতীর সামনে তুলে ধরতে হবে। দেশে হয়ত ভবিষ্যতে আরো প্রধানমন্ত্রী আসবেন কিন্তু উন্নয়ন বান্ধব শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী আসবেন না। অতএব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ নির্বাচনে মহাজোট সরকারকে পুনরায় ভোটের মধ্যমে ক্ষমতায় আনতে হবে। গতকাল সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসাবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন এর সভাপতিত্বে ও সাইফুল রহিমের সঞ্চালনায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রীর জেলা সাধারন সম্পাদক জামাল হোসেন, উপজেলা সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহম্মেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক জিয়াউল হক, আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, কোষাধক্ষ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সদস্য আক্তার হোসেন,সদস্য রফিকুল ইসলাম,সাংবাদিক আল-আমিন,রাশেদ খান প্রমুখ।
বরিশাল-৩ আসনে গণ-প্রচারনায় আতিকুর রহমান
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক নানামুখি প্রচার প্রচারনায় সরগম করে রেখেছে বরিশাল-৩ আসনের বিভিন্ন এলাকা। শোডাউন, উঠান বৈঠক, গনসংযোগ, ব্যানার-ফ্যাস্টুন ,পোস্টার ও বিলবোর্ড এর মাধ্যমে আসন্ন নির্বাচনে নিজের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন তিনি।
আড়িয়াল খাঁ নদী দ্বারা বিভক্ত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন।উপজেলা দুটির প্রধান প্রধান সড়ক,বাজার ও দোকানে দোকানে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছেন তিনি। রবিবার সন্ধায় বাবুগঞ্জের চাঁদপাশা এলাকায় গনসংযোগকালে তিনি বর্তমান সরকারের দেশ ব্যাপি উন্নয়নের কথা তুলে ধরে বলেন,বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন করতে হলে কর্মঠ ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানাতে হবে।
Leave a Reply