সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ট্রলার ডুবে গিয়ে ২ জেলে নিখোঁজ হয়েছেন। উদ্ধার হয়েছেন ৯ জেলে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বুধবার পর্যন্ত নিখোঁজ ট্রলার ও জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই জেলে হল লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতিরখাল এলাকার মো. শাজাহানের ছেলে বেল্লাল ও ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে সুমন।
জানা গেছে, মঙ্গলবার রাতে মেঘনা নদী সংলগ্ন লালমোহন ধলীগৌরগর ইউনিয়নের বাতিরখাল ঘাট থেকে স্থানীয় সামছুদ্দিন মাঝির মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। ট্রলারটি সমুদ্র থেকে ভোর রাতে মাছ ধরে ফেরার পথে বালিয়া নামক স্থানে প্রবল ঢেউয়ের কবলে পড়ে কাত হয়ে উল্টে যায়। এতে মোট ১১ জন মাঝি-মাল্লা ছিলেন। ৯ জনকে পার্শ্ববর্তী ট্রলার উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা বেল্লাল ও সুমনকে আর পাওয়া যায়নি। কেবিনে আটকে পড়ে তারা ট্রলারের সঙ্গে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফারুক জানান, বাতিরখাল থেকে ছেড়ে যাওয়া একটি মাছ ধরা ট্রলার দক্ষিণ সমুদ্রে গিয়ে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘাট এলাকায় গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। এতে ২ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা ট্রলারের কেবিনে আটকা ছিলেন।
নিখোঁজ সুমনের মামা জসিম মাস্টার জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে মাঝি ছিলেন রফিক মাঝি। তিনি নতুন। যার কারণে সমুদ্রে গিয়ে ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারেননি। কোনো বয়াও ছিল না। মঙ্গল সিকদার থেকে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে ঘটনাস্থলে যেতে। সেখানে গিয়ে নিখোঁজদের খুঁজতে কোনো সহযোগিতা করছে না ট্রলারের মালিক।
Leave a Reply