মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী কল্যান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে নির্বাচন কমিশনের কাছে প্রতিটি পদের জন্য একজন করে মনোনয়নপত্র দাখিল করায় সকলকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও মো. গোলাম রাব্বানী লাবু হয়েছেন সাধারন সম্পাদক। গত শনিবার আরম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহন করেছেন।
অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এস.এম শফিউর রহমান পান্না।
শনিবার দায়িত্বগ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বরিশালের উপ মহাপরিদর্শক হিমন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের সহকারী পরিদর্শক মো. আরিফুজ্জামান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি শেখ নুরুল আলম ও শপথ গ্রহনের পরর্ নবাগত সভাপতি জিয়াউর রহমান বিপ্লবের সভাপতিত্বে দ্বিতীয় পর্বের সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply