বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ।। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শ্রীপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন-হাতেনাতে আটক ধর্ষক ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে শ্রীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ হুমায়ূন কবীরকে ক্লোজড করা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার ২৪মে ২০১৯ রাত পৌনে ১০ টায় পূর্ব শ্রীপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাদের হাওলাদারের মেয়ে ছদ্মনাম পাখি (১৪)কে মিয়ারচর গ্রামের মেম্বার মোঃ হুমায়ূন গাজী আত্মীয় শাহ আলম হাওলাদারের ছেলে কবীর হাওলাদার(২৬) অস্ত্রের মুখে পাখির মাকে জিম্মি করে পাখি তুলে নিয়ে ধর্ষণ করে।
ভিকটিম ও তার পরিবারের সদস্যরা ডাক চিৎকার দেয়ার স্হানীয় গ্রামবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা গিয়ে হাতেনাতে ধর্ষককে আটক করেছে।খবর পেয়ে শ্রীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ হুমায়ূন কবির ও মিয়ারচর গ্রামের মেম্বার মোঃ হুমায়ূন গাজী হাজির হয়ে কথিত বিচারের নামে প্রহসন ও তামাশা করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন।উক্ত ঘটনা প্রেস মিডিয়া/ইলেক্ট্রনিক্স মিডিয়া এবং অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা অবগত হওয়ায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে অনুসন্ধান করলেও স্হানীয় প্রভাবশালী কুচক্রী মহল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছিল।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে ধর্ঘন ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় গতকাল বুধবার ২৯ মে ২০১৯ শ্রীপুর অস্হায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ হুমায়ূন কবীরকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন,বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম।তিনি আরও জানান,ডিবি পুলিশের মাধ্যমে তদন্ত চলছে।ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply