রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। দিনটি স্মরণ করতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের ব্যানারে বাংলাদেশ চলচ্চিত্রে উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আয়োজিত শোকসভার মঞ্চে দেখা গেছে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টার ছবি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
শোকসভায় অংশ নেন চলচ্চিত্র অঙ্গণের অনেক তারকা। তারকাদের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, পরিচালকসহ অন্য সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
কিন্তু অভিযোগ উঠেছে শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার মঞ্চে হাসি তামাশা ও সেলফি তোলায় মেতেছিলে তারকারা।
শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার ভাবগাম্ভীর্যের সাথে বেমানান আচরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পরেছেন চলচ্চিত্র শিল্পীদের কেউ কেউ। এমনকি কালো পোশাক পরিধান করেও শোক দিবসের দিন ভিক্টরি চিহ্ন দেখিয়ে ছবি তোলার ঘটনায় শিল্পীদের হিতাহিত জ্ঞ্যান নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
তারকাদের যেকোনো মিলনমেলায় হাসি ঠাট্টা আর আবেগঘন পরিবেশ সৃষ্টি হলেও শোক দিবসের ভাবগাম্ভীর্য রক্ষার দিনে এমন আচরণে সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক এস এ হক অলিক, চিত্রনায়িকা রোজিনা, দিলারা, মৌসুমী, ওমর সানি, শাকিব খান, রিয়াজ, অনন্ত জলিল, সাইমন, নিপুণ, রোজিনা, অঞ্জনা, ডিপজল, মিশা সওদাগর, অপু বিশ্বাসসহ এফডিসির ১৯ সংগঠনের নেতাকর্মী অংশ নেন ওই শোকসভায়।
Leave a Reply