সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন পরাধীন বাংলাকে স্বাধীনতা এনে দেয়ার। এদেশের দামাল বীর সন্তানরা সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন জাতির আরাধ্য সন্তানের অগ্নিঝরা ৭ই মার্চের ভাষণের মধ্যদিয়ে। এই স্বপ্ন দেখতে গিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকে জীবনের ১৪টি বছর জেলের অন্ধকার প্রকোষ্টে থাকতে হয়েছে।
তিঁনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার পরবর্তীতে যুদ্ধাহত দেশকে সোনার বাংলায় বির্নিমাণ করবেন। তাঁর সেই স্বপ্ন বাস্তব রূপ দেওয়ার আগেই এদেশের এবং বিদেশের কিছু ষড়যন্ত্রকারীরা (ঘাতক চক্র) এক হয়ে তাঁকে স্ব-পরিবারে হত্যা করে।
তবে যাঁর ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তাঁকে আর কে থামিয়ে রাখতে পারে। পদ্মা সেতু নির্মাণ শুরুর প্রথম দিকে বিশ্ব ব্যাংক একটি মিথ্যে তথ্য সামনে এনে অর্থ দিতে অস্বীকৃতি জানান। তাতে কি দৃঢ় মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ঘোষনা করলেন আমাদের নিজ অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ হবে। করেও দেখিয়েছেন তাই। জাতির স্বপ্ন বাস্তবায়ন করার এক বিস্ময়কর নামই হলো জননেত্রী শেখ হাসিনা।
১২ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের প্রথম শতভাগ ডিজিটাল উপজেলা হিসেবে বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে গড়ে তোলা হবে।
এর অংশ হিসেবে দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজড করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চাখার সরকারী ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাফিজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, সহকারী প্রোগ্রামার হাফিজ আল আসাদ, তথ্য সেবা কর্মকর্তা তথ্য সেবা কর্মকর্তা ফয়জুন নেচ্ছা খানম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, উদ্যোক্তা মাহাতাব উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন উল হাসান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত ) জাফর আহমেদ,
যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার, শাহ মাহমুদিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক জাহাঙ্গির হোসেন, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারের পরে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply