মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও তিনজন নতুন সদস্য। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন এবং সরকারের কার্যক্রমে তাদের অবদান রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘‘নতুন সদস্যদের অন্তর্ভুক্তি সরকারের কার্যক্রমে আরও গতি আনবে এবং দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।’’
এদিকে, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। তার পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায় এবং পরদিন রাষ্ট্রপতি ১২তম জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়, তবে কিছু কারণে ঢাকা ও দেশের বাইরে থাকা তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। পরে তারা শপথ গ্রহণ করেন। এরপর আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত হন।
নতুন উপদেষ্টাদের অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের কার্যক্রম আরও প্রসারিত হয়েছে এবং এতে আরো বেশি পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনের যোগদান সরকারকে আরও শক্তিশালী করবে এবং দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশেষ ভূমিকা রাখবে।
মাহফুজ আলম দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে কাজ করছেন এবং তার প্রশাসনিক দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোস্তফা ফারুকী তার চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক পরিচিত নাম, এবং তার অভিজ্ঞতা সরকারকে যোগাযোগ ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহায়তা করতে পারে। শেখ বশির উদ্দিন, যিনি আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী খাতের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যোগদান দেশের অর্থনৈতিক দিক নিয়েও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এভাবে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্যদের যোগদান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
Leave a Reply