বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ব্রাউনকম্পউন্ড রোডে রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৭ এপ্রিল ) সকাল আটটার দিকে রয়েল সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে অবস্থান করছেন মৃতের স্বজনরা । ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
মৃত সোনিয়া আক্তার ( ২৬) ঝালকাঠি জেলার বিনয়কাঠী ইউনিয়নের রহরামপুর গ্রামের হাওলাদার বাড়ির কালাম হাওলাদারের মেয়ে।
সোনিয়া আক্তার (২৬) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা পাতারহাট এলাকার বিদেশ প্রবাসি সাইফুল ব্যাপারির স্ত্রী। সোনিয়া বেগমের মা রহিমা বেগম ভয়েস অব বরিশালকে বলেন, প্রসাব ব্যথা অনুভব করলে একমাস আগে আমার মেয়েকে রয়েল সিটি হাসপাতালে ভর্তি করি। সেখানে সিজারিয়ান অপারেশন করেন ডা. তানিয়া আফরোজ। তখন এক কন্যা সন্তানের জন্ম দেন সোনিয়া। মা মেয়ে সুস্থ থাকলেও কিছু দিন পরে সোনিয়া অপারেশন স্থানে ব্যাধা অনুভব করে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হলে ডা.তানিয়া আফরোজ (গাইনি) বলেন রোগীর অপারেশন করা লাগবে বলে নিশ্চিত করেন সোনিয়ার মা। এদিকে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার সময় সোনিয়াকে অপারেশন কক্ষে নেন ডা.তানিয়া আফরোজ এর স্বামী ডা. মনিরুল হাসান।
রয়েল সিটি হাসপাতালের এডমিনদের ফোন দিলে তারা বলেন ডা. মনিরুল হাসান একজন সার্জারি ডাক্তার। আমরা এবিষয় কথা বলবো না এই বলে তিনি মুঠো ফোন কেটে দেন। মৃত্যুর বিষয় ডা. তানিয়া আফরোজকে একাধিকবার ফোন ( ০১৭১৫……৭৯) দিলে তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কোতয়ালী থানা অফিসার ইনচার্জ ( ওসি ) নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘মৃতের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply