মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রিকশা বিক্রির টাকা জুয়া খেলায় হেরে আতাউল ইসলাম নামে এক রিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউপির কালিয়াকান্দাপাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আরমান আলী আকন্দ জানান, আতাউলের স্ত্রী ঘরে রিকশা বিক্রির ৮ হাজার টাকা রেখেছিল। সে স্ত্রীর অজান্তে ঘর থেকে শনিবার সকালে ৮ হাজার টাকা নিয়ে জুয়া খেলতে যায়। জুয়ায় সব টাকা হেরে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে সবার অজান্তে দুপুরে বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে সে মারা যায়। তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে এসে দাফন করা হয়েছে।
Leave a Reply